CV Studio Uncategorized স্মার্ট সিভি তৈরির খরচ এতো বেশি হয় কেনো?

স্মার্ট সিভি তৈরির খরচ এতো বেশি হয় কেনো?

অধিকাংশ সম্ভাব্য গ্রাহকই আমাদের স্মার্ট সিভি তৈরির খরচটাকে Compare করে থাকেন নরমাল সিভি তৈরির খরচের সাথে; তাই তাদের কাছে এই খরচটা বেশি মনে হয়। কিন্তু তারা যদি এটা না করে আমাদের স্মার্ট সিভি তৈরির খরচটাকে অন্যান্য স্মার্ট সিভি তৈরির প্রতিষ্ঠানের সার্ভিস চার্জের খোঁজ নিয়ে তাদের সার্ভিস চার্জের সাথে তুলনা করতেন তাহলে তারা দেখতে পেতেন যে, প্রথম দেখায় তারা আমাদের সম্পর্কে যে ধারণা করেছিলেন তার সাথে বাস্তবতা পুরোই উল্টো; বরং বাংলাদেশে আমরাই সবচেয়ে স্বল্প খরচে স্মার্ট সিভি তৈরি করে দিয়ে থাকি।
আর নরমাল সিভি তৈরির তুলনায় স্মার্ট সিভি তৈরির খরচ বেশি হওয়ার বহুবিধ কারণ রয়েছে, নিম্নে সেসব বিষয়াদি পয়েন্ট-টু-পয়েন্ট বিশ্লেষণ করা হলো—
 
ক) আমাদের সেবার গুণগত মান, এক্সপার্ট প্রফেশনাল কর্মীদের সম্মানী ও অতিরিক্ত স্মার্ট ফিচারসমূহ অ্যাড করার কাজ—
স্মার্ট সিভি তৈরির কাজটি কম্পিউটারের দোকানে অল্প টাকায় কাজ করা কোনো আনাড়ি কর্মী করতে পারেন না। সেজন্য শুধু স্মার্ট সিভি তৈরি করে এই কাজের জন্যই দেশে বহু প্রতিষ্ঠান আছে। একটি স্মার্ট সিভি তৈরিতে কাজ করেন তিনজন দক্ষ পেশাদার সেবাদাতা যথা—
১) গ্রাফিক্স ডিজাইনার: সিভির তথ্যাদি সুন্দর ও নান্দনিক ডিজাইনে উপস্থাপন করার কাজ করে থাকেন।
২) ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট: সিভির স্পেলিং চেকিং, সিভির গ্রামাটিক্যাল ফাংশন ঠিক রাখা এবং সিভির উপস্থাপনার ভাষাগত বিষয়াদির উৎকর্ষ সাধনের কাজ করেন।
৩) ক্যারিয়ার কনসালটেন্ট: সিভির অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক, বাস্তবিক ও কৌশলগত বিষয়বস্তুর মানোন্নয়ন সাধন করেন।
এসব দক্ষ ও পেশাদার কর্মীগণ প্রতিটি সিভির জন্য ১০০ টাকা করে নিলেও একটি সিভির জন্য কাজ করা এসব দক্ষ কর্মীদেরকে দিতে হবে ৩০০ টাকা, প্রতিষ্ঠানের উদ্যোক্তার প্রফিট ও মার্কেটিং খরচ তো আছেই। তাই ৩৫০ টাকার কমে বাংলাদেশে কোনো সিভি মেকার প্রতিষ্ঠানই স্মার্ট সিভি তৈরির সেবা দিবে না, এটা সম্ভব না। সেক্ষেত্রে সিভি স্টুডিও এই সেবা এর চেয়েও কমে করে দিতে পারে কারণ সিভি স্টুডিও’র প্রতিষ্ঠাতা নিজেই একজন গ্রাফিক্স ডিজাইনার সেইসঙ্গে ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট এবং ক্যারিয়ার কনসালটেন্ট সবই।
 
আর, দোকানে তৈরি করা নরমাল সিভির তুলনায় স্মার্ট সিভি তৈরি করতে আমাদেরকে অনেক এক্সট্রা কাজ করতে হয়, যেমন—
১) গ্রাহকের নরমাল সিভিতে ঘাটতি থাকা গুরুত্বপূর্ণ তথ্যাদি মেসেঞ্জারে/ হোয়াটসঅ্যাপে নক করে করে জেনে নিতে হয়।
২) নরমাল সিভিতে কোনো ভুল বা অসংগতি থাকলে তা ঠিক করা ও সে বিষয়ে এবং সিভির গুণগত মান উন্নয়ন বিষয়ে গ্রাহককে কনসালটেন্সি সার্ভিস (পরামর্শ সেবা) দিতে হয়। এই কাজে বিভিন্ন গ্রাহক এর উপর ভিত্তি করে কম বা বেশি কিংবা অনেক বেশি সময় দিতে হয় এমনকি অনেক সময় এই কাজে সিভি তৈরির মূল কাজ তথা ডিজাইন করার চেয়েও বেশি সময় ব্যয় হয়, তাই এজন্য ৫০/ ১০০ কিংবা ১৫০ টাকা পরামর্শ ফি ধরা হয়।
৩) আমরা সিভি মানসম্মত করে তৈরি করি; এতে কোনো ভাষাগত ভুল কিংবা Grammatical errors থাকে না, এই কাজের জন্য তো দক্ষ লোক কাজ করে তাই তার ফি তো একটু বেশি হবেই।
৪) আপনি নীল বা সাদা যে ব্যাকগ্রাউন্ডের ফটোই দেন না কেনো স্মার্ট সিভির ব্যাকগ্রাউন্ডের সাথে কালার ম্যাচ করতে সেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে হয়।
৫) পেজের কালারের সঙ্গে কালার ম্যাচ করতে সিগনেচারের ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল কালার এডিট করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়।
৬) নরমাল সিভিগুলোতে সোশ্যাল লিংক উল্লেখ থাকে না বলে আমরা গ্রাহকের ফেসবুক অ্যাকাউন্ট ভিজিট করে তার অ্যাকাউন্ট এর URL তথা Link বের করে তা সিভিতে লিখে দিই।
৭) ফোন নাম্বার/ লিংকডইন অ্যাকাউন্ট/ ফেসবুক অ্যাকাউন্ট/ ওয়েব অ্যাড্রেস এর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডেড QR Code তৈরি করতে হয়।
৮) আমরা সিভির সৌন্দর্য্যের বিষয়টি মাথায় রেখে সুন্দর ডিজাইন করে সিভি তৈরি করি; এই সৌন্দর্য্যমূলক কাজের জন্য একজন গ্রাফিক্স ডিজাইনার তো একটু বেশি ফি নেবেনই, কারণ সে তো শুধু টাইপিংম্যান নয়, সে একজন গ্রাফিক্স ডিজাইনার।
 
এসব কারণে দেখা যায় ডিজাইন ফি ১০০ টাকা, প্রুফরিডিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড ফি ১০০ টাকা এবং কনসালটেন্সি ফি ৫০-১৫০ টাকা হয়ে থাকে। ফলে দেখা যায় প্রতিটি সিভি তৈরির খরচ ২৫০ টাকা হতে ৩৫০ টাকা হয়ে থাকে।
 
খ) গ্রাহকদের কমিউনিকেশন তথা রিস্পন্স নলেজ দ্রুত কাজ করার ক্ষেত্রে সহায়ক না হওয়া—
মূল বিষয়টি ব্যাখ্যা করার পূর্বে একটা বিষয় বলে নিই তা হলো— কম্পিউটারের দোকানে গিয়ে পুরাতন ধাঁচের নরমাল সিভি তৈরির সময় শুধু অন্য কারও একটা সিভিকে এডিট করে পারসোনাল ইনফরমেশন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন পয়েন্ট দুইটি এডিট করে দেওয়া হয়, বাকি সবকিছু একই থাকে; ফলে সেই সিভিতে পারসোনাল স্পেশালিটি বলে কোনোকিছু ফুটে উঠে না, রবং এটি একটি কপিপেস্ট মার্কা সিভি। এরূপ নরমাল তথা নিম্নমানের কাজ করতে ১৫-২০ মিনিট সময় লাগে, ফলে এর জন্য ২৫-৩৫ টাকা নিলেও তাতে পুষিয়ে যায়। কারণ এতে সময় খুব কম লাগে এজন্য যে– গ্রাহক সেখানে তাৎক্ষণিক উপস্থিত থাকেন বলে সিভি তৈরির সময় গ্রাহকের তথ্যাদি তার কাগজপত্র দেখে লেখার সময় আরও যত তথ্য প্রয়োজন হয় সেসব মুখোমুখি কথা বলে দ্রুত জেনে নেওয়া যায়। কিন্তু স্মার্ট সিভি তৈরির প্রতিষ্ঠানগুলো অনলাইনভিত্তিক হওয়ায় ফেস-টু-ফেস কমিউনিকেশন না থাকায় গ্রাহকের ঘাটতি থাকা তথ্যাদি তাৎক্ষণিক জেনে নেওয়া সম্ভব হয় না, ফলে নিম্নোক্ত সমস্যাসমূহের সৃষ্টি হয়—
 
১) বলতে গেলে কোনো গ্রাহকই আমাদের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা ফলো করে সেইমাফিক সিভি তৈরির অর্ডার করে না, তারা একবারে সকল তথ্য দেয় না, তারা অপর্যাপ্ত তথ্য দিয়ে কিংবা আগের সেই পুরাতন নরমাল সিভি দিয়ে স্মার্ট সিভির অর্ডার করার পরে Work Experience, Professional Skills, Extra-curricular Activities, Reference ইত্যাদি তথ্যাদি রেডি করা শুরু করে এবং কিছুক্ষণ পরপর একটা করে তথ্য দেয় এবং সেটাকে সিভিতে অ্যাড করতে বলে। অনেক সময় দেখা যায় এক সিভি এভাবে ২/৩ কিংবা ৪ বার এডিট করে নেয়। আর স্মার্ট সিভি মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা হয় না বলে খুব সহজে এডিট করা যায় না। ফলে আমাদেরকে ১ ঘণ্টার কাজ করতে আড়াই থেকে সাড়ে তিন ঘণ্টা সময় দিতে হয়।
 
২) কিছু কিছু গ্রাহক আবার স্মার্ট সিভির ডিজাইন ১-২ সেকেন্ড দেখেই সেই ডিজাইনের স্মার্ট সিভি তৈরি করে নিতে চায় এবং নিজের একটা নরমাল সিভি সেন্ড করে সেটার তথ্যগুলো দিয়ে সেই পছন্দের ডিজাইনের স্মার্ট সিভি তৈরি করে চায় কিন্তু তারা সেই স্মার্ট সিভিটা পড়েও দেখে না যে সেখানে কী কী তথ্যাদি আছে, সেই স্মার্ট সিভিতে যেসব তথ্য আছে সেসব তথ্য নরমাল সিভিটাতে আছে কি না তা মিল করে দেখা তো দূরের কথা। স্মার্ট সিভিতে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে যেসব নরমাল সিভিতে থাকেই না; ফলে এরূপ ক্ষেত্রে স্মার্ট সিভি তৈরির সময় গ্রাহককে বারবার নক করে তার সেসব তথ্য নিতে হয় আর এতে আমাদের অনেক সময় ব্যয় হয়। অধিকন্তু এরূপ নরমাল সিভি হতে স্মার্ট সিভি তৈরির ক্ষেত্রে দেখা যায়, স্মার্ট সিভি তৈরি করে ডেলিভারি দেওয়ার পর গ্রাহক বলে— আমার বর্তমান ঠিকানা আপডেট করতে হবে, ফোন নাম্বার চেঞ্জ করতে হবে, অমুক তথ্য সংযোজন করতে হবে— এটা সেটা অনেক কিছু আবার নতুন করে করতে হয়।
 
এতোসব কারণে স্মার্ট সিভি তৈরির খরচ এতো বেশি হয়ে থাকে। তাই দেখে থাকবেন অন্যান্য স্মার্ট সিভি তৈরির প্রতিষ্ঠানগুলো একটি স্মার্ট সিভি তৈরির জন্য ৩৫০-৫০০ টাকা নিয়ে থাকেন আবার সিভির ভেতরের তথ্যাদি উপস্থাপনের গুণগত মানও আমাদের মতো উন্নত হয় না। বাংলাদেশে স্মার্ট সিভি তৈরিতে সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন সেবা একমাত্র আমরাই দিয়ে থাকি।
CV Studio তে সঠিকভাবে স্মার্ট সিভি তৈরির অর্ডার করার পদ্ধতি জানাতে এখানে—ক্লিক—করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *