CV Studio Uncategorized স্মার্ট সিভি কী? কেনো এবং কীভাবে?

স্মার্ট সিভি কী? কেনো এবং কীভাবে?

প্রাইভেট জবের নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হলো সিভি বাছাই। যেহেতু এই বাছাইয়ে চাকরিপ্রার্থী উপস্থিত থাকেন না তাই সিভি বাছাইয়ের মাধ্যমেই চাকরিপ্রার্থীদেরকে প্রাথমিক বাছাই করা হয়; সেখানে সিভিটাই সেই প্রার্থীর প্রতিনিধিত্ব করে থাকে। তাই নিজেকে একজন স্মার্ট প্রার্থী হিসেবে উপস্থাপন করতে বর্তমানে স্মার্ট সিভি তৈরির হিড়িক পড়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক স্মার্ট সিভি বিষয়ক যাবতীয় খুঁটিনাটি।
 
১. স্মার্ট সিভি আসলে কী?
→ যে সিভিতে আপনার তথ্যগুলো স্ট্রাটেজিক মনস্তত্ব জ্ঞান এবং গ্রাফিক্স ডিজাইন প্রয়োগ করে আকর্ষণীয়ভাবে ও স্মার্টলি উপস্থাপন করা হয় সেটাই হলো স্মার্ট সিভি। স্মার্ট সিভিকে আপডেট ডিজাইনে ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করা হয় এবং স্মার্ট সিভিতে কিছু স্মার্ট আইকন এবং কিছু ডিজিটাল স্মার্ট টুলস সংযুক্ত করা হয়, যেমন— কন্টাক্ট আইকনস, ইলিমেন্টস আইকনস আর থাকে কিউআর কোড যেটির মাধ্যমে সহজেই ও দ্রুত নিয়োগদাতা নিয়োগপ্রার্থীকে ফোনকল করতে কিংবা তার ওয়েবসাইট/ সোশ্যাল প্রোফাইল ভিজিট করতে পারেন।
 
২. কেনো তৈরি করবেন স্মার্ট সিভি?
→ আধুনিককালের এই স্মার্ট সময়ে সবকিছুই প্রতিনিয়ত স্মার্ট ও আপডেট হচ্ছে, তাই ১০/১৫ বছর আগের পুরাতন ডিজাইনের সিভিগুলো এখন জমা দিলে কোম্পানি সহজেই বুঝে যায় যে এই চাকরিপ্রার্থীটা এতো পুরাতন ডিজাইনের সিভি দিয়েছে সুতরাং সে আসলে আপডেটেড না। তাই সেই সিভিটা সিভি বাছাইয়ের সময় ফেলে দেওয়া হয়, সেই সিভি দেখা হয় না। তাই আজকাল স্মার্ট সিভি তৈরির হিড়িক পড়েছে।
 
৩. একটি স্মার্ট সিভির সুবিধা/ উপযোগ কী?
→ একটি স্মার্ট সিভি চাকরিদাতার কাছে একজন চাকরিপ্রার্থীকে স্মার্ট প্রার্থী হিসেবে উপস্থাপন করে থাকে। প্রাইভেট জবের নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হলো সিভি বাছাই। যেহেতু এই বাছাইয়ে চাকরিপ্রার্থী উপস্থিত থাকেন না তাই সিভি বাছাইয়ের মাধ্যমেই চাকরিপ্রার্থীদেরকে প্রাথমিক বাছাই করা হয়; সেখানে সিভিটাই সেই প্রার্থীর প্রতিনিধিত্ব করে থাকে। আর যেহেতু আজকাল একটি পোস্টের চাকরির জন্যও বহু প্রার্থী আবেদন করে থাকেন তাই সেখানে স্মার্ট প্রার্থীদেরকে বাছাই করতে প্রথমে স্মার্ট সিভিগুলোকে শর্টলিস্টেড করা হয়।
 
৪. কীভাবে পাবেন স্মার্ট সিভি?
→ আপনি তথ্য উপস্থাপনায় দক্ষ হলে এবং আপনার ভালো নন্দনতত্ত্ব জ্ঞান থাকলে আর সেইসাথে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকলে আপনি নিজেই আপনার স্মার্ট সিভি তৈরি করতে পারেন। এছাড়াও বাংলাদেশে সিভি স্টুডিও, সিভি রাইটার, অথেনটিক গ্রাফিক্স ইত্যাদি বেশকিছু প্রতিষ্ঠান প্রফেশনালি স্মার্ট সিভি তৈরির সেবা দিয়ে থাকেন।
 
৫. স্মার্ট সিভি তৈরির খরচ কেমন?
→ এই প্রশ্নের উত্তরে সিভি রাইটিং প্রতিষ্ঠানগুলো হতে স্মার্ট সিভি তৈরির খরচ বিষয়ে কথা বলছি। প্রথমেই একটি বিষয় বলতে হয়, তা হলো— সাধারণ ফোনের তুলনায় স্মার্টফোন উন্নত হওয়ায় যেমন স্মার্টফোনের দাম বেশি, সাধারণ আইডি কার্ডের তুলনায় স্মার্ট আইডি কার্ড উন্নত হওয়ায় যেমন তা তৈরির খরচ বেশি তেমনি সাধারণ সিভির তুলনায় স্মার্ট সিভি উন্নত হওয়ায় স্মার্ট সিভি তৈরির খরচও বেশি। স্মার্ট সিভিতে ফটো, সিগনেচার, আইকনস ও ডিজিটাল টুলস সুন্দরভাবে যথাযথরূপে সেট করা হয়; এছাড়াও স্মার্ট সিভি সাধারণ টাইপম্যানরা তৈরি করেন না, স্মার্ট সিভি তৈরি করে থাকেন গ্রাফিক্স ডিজাইনারেরা, তাই এর খরচ বেশি। সাধারণত একটি স্মার্ট সিভি তৈরির সার্ভিস চার্জ ৳৩০০ টাকা বা তার উপরে হয়ে থাকে। তবে বিশেষ কাস্টমাইজড সিভির ক্ষেত্রে এবং বিশেষ ছাড় চলাকালীন সময়ে এই সার্ভিস চার্জ বেশ কিছুটা কম হয়ে থাকে।
 
৬. নিজের কম্পিউটারে কীভাবে স্মার্ট সিভি তৈরি করবো?
→ গুগলে সার্চ করলে বহু বিচিত্র রকমের স্মার্ট সিভির নমুনা দেখতে পাবেন। আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকলে সেসব থেকে ধারণা নিয়ে নিজেই সেরূপ স্মার্ট সিভি তৈরি করতে পারবেন। আর আপনি গ্রাফিক্স ডিজাইনার না হয়ে থাকলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা স্মার্ট সিভির টেমপ্লেট (ওয়ার্ড ডকুমেন্ট তথা doc ফাইল) অনলাইনে বিক্রি করে থাকেন। সেরূপ কোনো একটি স্মার্ট সিভির টেমপ্লেট পেয়নিয়ার মাস্টারকার্ড/ ভিসা কার্ড কিংবা ডুয়াল কারেন্সি কার্ড এর মাধ্যমে ১০-১৬ ডলারে কিনে নিয়ে সেটিকে এডিট করে নিজের তথ্যগুলো বসিয়ে তৈরি করতে পারবেন আপনার স্মার্ট সিভি।
 
Note: সিভি স্টুডিও তে স্মার্ট সিভি অর্ডার করতে এখানে—ক্লিক—করুন
 
© মেহেদী হাসান, লাইফ সল্যুশন বিষয়ক লেখক।
ফোন ও হোয়াটসঅ্যাপ: +8801746315639
ই-মেইল: me@mahadihasan.info
ওয়েবসাইট: www.mahadihasan.info
 
Thanks for visiting our site |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *