স্যরি, কনসালটেন্সি ছাড়া সিভি তৈরি সম্ভবই নয়, ফেটে যাওয়া মাথার ফাটা অংশে সেলাই দেওয়ার জন্য যেমন সেই জায়গাটুকুর চুল ক্ষুর দিয়ে চেচে ফেলতেই হয় তা নাহলে সেলাই দেওয়া যায় না তেমনি স্মার্ট সিভি তৈরি করতে গেলেও কনসালটেন্সি অটোমেটিকলি লাগবেই।
আপনি সিভি স্টুডিও’র সিইআইএ অফিসার হয়ে থাকলে বিষয়টি সহজেই বুঝতে পারতেন; তারপরেও আমি আপনাকে একটু বুঝিয়ে বলি— ধরুন গ্রাহকের অর্ডারের সঙ্গে দেওয়া নরমাল সিভিতে ঠিকানা লেখা আছে “গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা”; তখন আমরা যখন গ্রাহককে হোয়াটসঅ্যাপ/ মেসেঞ্জারে বলি “আপনার ঠিকানা এভাবে লিখে দিন “গ্রামের নাম:_______, পোস্ট অফিস:_______—পোস্ট কোড, উপজেলা:_______, জেলা:______।” তখন গ্রাহক রিপ্লাই দেয় “আমার ঠিকানা তো পুরাতন সিভিতে লেখা আছেই”।
তখন আবার তাকে বুঝিয়ে বলতে হয়, “আপনার পুরাতন সিভিতে ঠিকানা লেখা আছে এটা ঠিক কিন্তু ঠিকানা আসলে যেভাবে সঠিক পন্থায় লিখতে হয় সেভাবে লিখা নেই, তাই আপনার ঠিকানা নিম্নোক্তরূপে সুস্পষ্টভাবে লিখে দিন “(ফরমেট)” “।
এমনকি আমরা যদি এভাবেও মেসেজ করি যে “আপনার পুরাতন সিভিতে সঠিকভাবে বর্তমান ঠিকানা লেখা নেই, আপনার বর্তমান ঠিকানা এভাবে লিখে দিন— “(ফরমেট)” তবুও অধিকাংশ সময়েই খুব একটা ভালো মানের রিপ্লাই পাওয়া যায় না, দেখা যায় গ্রাহক “বর্তমান ঠিকানা” কথাটাকে মাথায় ক্যাচ করে নেয় “স্থায়ী ঠিকানা” হিসেবে এবং বলে যে “ভাই ঠিকানা তো ঠিকভাবেই লিখা আছে”, তখন আবার তাকে বুঝাতে হয় যে আমরা আসলে তার কোন ঠিকানার কথা বলেছি এবং তার মাথা কী ক্যাচ করেছে এবং আমরা কি চাচ্ছি তা তাকে স্পষ্ট করে বুঝতে হয়।
এটা তো গেলো এক ঠিকানার বিষয়। এরকম আরও বহু বহু বিষয় নরমাল সিভিতে যেভাবে লেখা থাকে তা যে আসলে লেখা আছে ঠিকই কিন্তু সঠিকরূপে যেভাবে লিখতে হয় সেভাবে লেখা নেই সেসব বিষয় গ্রাহককে বুঝাতে গিয়েই কনসালটেন্সি তথা পরামর্শ বিষয়টা অটোমেটিকলি দেওয়া লাগেই, তাই কনসালটেন্সি ছাড়া স্মার্ট সিভি তৈরি করা সম্ভব হয় না। আবার দেখা যায় কয়েকটা তথ্যের বিষয় একত্রে করে একটু বড় মেসেজ দিলে কাস্টমার সেই মেসেজ পুরোপুরি মনোযোগ দিয়ে তথা ভালোভাবে পড়ে না, ফলে না বুঝেই ইনএপ্রোপ্রিয়েট রিপ্লাই দেয়; তাই বাধ্য হয়ে বিভিন্ন তথ্য চাওয়ার মেসেজগুলো ভেঙে ভেঙে দিতে হয়। সিভি তৈরির অর্ডার করলেই আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আমাদেরকে পুরাতন সিভির তথ্যগুলোর কত বেশি বিষয় পুনর্গঠন করে স্মার্ট সিভির জন্য তথ্য প্রস্তুত করতে হয় এবং এতে কত বেশি সময় দিতে হয়।
Note: আপনি যদি কনসালটেন্সি ছাড়া স্মার্ট সিভি তৈরি করে নিতে চান তাহলে প্রথমে ২৫ টাকা দিয়ে আমাদের কাছে থেকে “জব হ্যাকস” বইটির পিডিএফ কপি নিবেন এবং বইটির ১১–৩৮ এবং ৫০–৫৩ পৃষ্ঠা ভালোভাবে পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে স্মার্ট সিভির জন্য কীভাবে সঠিকভাবে তথ্য প্রস্তুত করতে হয় এবং সেভাবে আপনার তথ্যাদি প্রস্তুত করে স্মার্ট সিভির অর্ডার করবেন, তাহলে কনসালটেন্সি ফি দিতে হবে না এবং কনসালটেন্সি ছাড়া যে ফি আসে সেই ফি থেকেও ২৫ টাকা কম ধরে সিভি তৈরি করে দেওয়া হবে; এটা বই বিক্রির ধান্দা নয়, এটা কাজ দ্রুত করার ও একইসঙ্গে আপনাকেও সাশ্রয় দেওয়ার উত্তম পন্থা। “জব হ্যাকস” বইটির পিডিএফ কপি অর্ডার করার পদ্ধতি জানতে এখানে–ক্লিক–করুন।
ধন্যবাদ | CV Studio