সিভি স্টুডিও তে স্মার্ট সিভি অর্ডার করতে নিম্নোক্ত জিনিসগুলো সহ হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক ইনবক্সে (মেসেঞ্জারে) মেসেজ করতে হবে—
১) CV Studio এর ওয়েবসাইট/ ফেসবুক পেজে দেখানো সিভি ডিজাইনগুলোর মধ্যে আপনি যে ডিজাইটির সিভি তৈরি করতে চান সেই ডিজাইনটির নাম অথবা ডিজাইনটির ফটো/ স্ক্রিনশট।
২) সেই ডিজাইনের CV টি তে যেসব তথ্য আছে আপনার সেসব তথ্য সাদা কাগজে লিখে তার ফটো তুলে দিবেন অথবা আপনার পুরাতন সিভি থাকলে সেটি দিবেন।
৩) আপনার ফটো এবং সিগনেচার।
৪) বিকাশ/ নগদ/ রকেট এ সার্ভিস চার্জ প্রি-পেইড করার মেসেজের কপিপেস্ট কিংবা স্ক্রিনশট।
তবে অর্ডার করার পূর্বে একবার ফোনকল কিংবা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নিবেন যে অর্ডার করলে তা কখন পেতে পারেন তার সম্ভাব্য সময়। কারণ তাৎক্ষণিক সেই মুহূর্তেই কাজ করে দিতে হবে এরূপ জরুরি কাজের অর্ডার আমরা নিই না। আমরা পর্যাপ্ত সময় নিয়ে মানসম্মত করে কাজ করি, তাড়াহুড়ো করে মানসম্মত কাজ করা যায় না আর আমরা মানের ঘাটতি রেখে কোনো কাজ করি না, আমরা গুণগত মান রক্ষা করে নিখুঁত কাজ করি।
নেভিগেশনস—
• সিভির ডিজাইনসমূহ দেখতে এবং সার্ভিস চার্জ জানতে এখানে—ক্লিক—করুন।
• আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে এখানে—ক্লিক—করুন।
• আমাদের CV Studio Archives দেখতে এখানে—ক্লিক—করুন।
Notes—
১) কাজের ডেলিভারি টাইম ওয়ার্কিং টাইমের মধ্যে হবে। কেউ রাত ১২:০০ টায় অর্ডার করলে তার কাজ সেই মুহূর্তে শুরু করা হবে না, কাজ শুরু হবে পরেরদিন ওয়ার্কিং টাইমে।
২) ওয়ার্কিং টাইম সকাল ৮:০০ টা হতে রাত ১০:০০ টা।
৩) bKash–নগদ–রকেট আছে ০১৭৪৬৩১৫৬৩৯ এই নাম্বারে।
৪) হোয়াটসঅ্যাপ, ইমো ও টেলিগ্রাম আছে ০১৭৪৬৩১৫৬৩৯ এই নাম্বারে।
CV Studio |
Web: www.cvstudiobd.com
E-mail: info@cvstudiobd.com
Facebook: facebook.com/cvstudiobd
Phone: +8801746315639