আদর্শ সিভির ১০টি বৈশিষ্ট্য—
একটি আদর্শ সিভির উপস্থাপনা ও ইলিমেন্টস অবশ্যই নিখুঁত ও অনন্য হবে। তাই একটি আদর্শ সিভির নানাদিক নিম্নে তুলে ধরা হলো—
১. ক্যারিয়ারের লক্ষ্য
আদর্শ সিভির প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো তাতে ক্যারিয়ারের লক্ষ্য যথাযথভাবে উপস্থাপিত হবে। সেজন্য সিভিতে—
• ক্যারিয়ারের লক্ষ্য স্পষ্টভাবে উল্লেখ করুন।
• ক্যারিয়ারের লক্ষ্য পূরণে নিজের যোগ্যতাগুলোকে তুলে ধরুন।
• চাকরিদাতার প্রত্যাশাকে কীভাবে পূরণ করবেন তা উল্লেখ করুন।
২. সঠিক ও সঙ্গতিপূর্ণ তথ্য
আদর্শ সিভির তথ্যগুলো সঠিক ও সঙ্গতিপূর্ণ হবে, সেজন্য—
• প্রত্যাশিত কাজের সাথে সম্পর্কযুক্ত তথ্যাদি দিন (কাস্টমাইজড সিভি দিন)।
• প্রত্যাশিত কাজে নিজের সামর্থ্য, দক্ষতা এবং পূর্বের অভিজ্ঞতা ও অর্জনকে উল্লেখ করুন।
• সিভিতে নিজের কৃতিত্ব জাহির করার মতো অতিরঞ্জিত কোনো তথ্য দেওয়ার দরকার নাই; এটা অশোভনীয় দেখায় এবং ইহা সেই চাকরিপ্রার্থীকে আত্মপ্রচারক হিসেবে তুলে ধরে।
৩. শব্দ নির্বাচন
সিভির জন্য উপযুক্ত শব্দ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য—
• প্রত্যাশিত কাজের সাথে সম্পর্কযুক্ত শব্দ ব্যবহারে জোর দিন।
• সিভিতে কোনো বিভ্রান্তিকর শব্দ ব্যবহার করবেন না।
৪. ভাষা
• পুরো সিভি হয় ইংরেজি অথবা বাংলায় লিখুন।
• সহজ ভাষা ব্যবহার করে সঠিক বানানে লিখুন।
• ব্যাকরণের নিয়ম মেনে চলুন এবং ভাষাগত দক্ষতা প্রয়োগ করুন। সিভিতে টাইপিং মিসটেক এবং গ্রামাটিক্যাল ভুল থাকা যাবে না। এটা সেই চাকরিপ্রার্থীকে নন সিনসিয়ার ব্যক্তি হিসেবে তুলে ধরে।
৫. পরিষ্কার ফন্ট
• সহজে পড়া যায় ও সচরাচর ব্যবহৃত হয় এমন ফন্ট ব্যবহার করুন।
৬. আকার
• সিভি ২ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখুন।
• অভিজ্ঞদের ক্ষেত্রে সিভি ৩ পৃষ্ঠা হতে পারে।
৭. ডিজাইন
• সিভির তথ্যগুলো গোছানোভাবে উপস্থাপন করুন।
• পুরো সিভির টেক্সট অ্যালাইনমেন্ট একই রাখুন।
• ছোট প্যারাগ্রাফ ও প্রয়োজন অনুযায়ী বুলেট পয়েন্ট ব্যবহার করুন।
• রঙিন সিভির ক্ষেত্রে দৃষ্টিকটু রংয়ের ব্যবহার এড়িয়ে চলুন।
৮. ফটো
সিভিতে সাম্প্রতিক ফটো দিতে হবে, বহু আগের ফটো সিভির গুণগত মান কমিয়ে দেয়। তাই সাম্প্রতিক ফটো থাকাটা আদর্শ সিভির অন্যতম বৈশিষ্ট্য। সিভিতে ফরমাল তথা অফিসিয়াল ফটো দিন। ছবি বিষয়ে কিছু কমনসেন্স এর বিষয় হলো—
• ছবিতে মার্জিত ও রুচিশীল পোশাক রাখুন।
• ছবিতে সানগ্লাস ব্যবহার করবেন না।
• সেলফি ব্যবহার করবেন না।
৯. রেফারেন্স
• সিভিতে অবশ্যই রেফারেন্স ব্যবহার করুন।
• যাদের রেফারেন্স ব্যবহার করছেন তাদের অনুমতি নিন।
• আপনার শিক্ষা বা কর্মক্ষেত্রে যুক্ত অভিজ্ঞ কারও রেফারেন্স দিন।
• আত্মীয়স্বজনের নাম রেফারেন্স দেয়া থেকে বিরত থাকুন।
১০. স্মার্ট সিভি
একটি আদর্শ সিভি অবশ্যই স্মার্ট সিভি হবে। কারণ পুরাতন ধাঁচের সিভি বর্তমানে চাকরির বাজারের প্রত্যাশা ও চাহিদা পূরণে সক্ষম নয়। পুরোনো আমলের কাঠের তৈরি শক্ত খড়ম জুতাকে যেমন আপনি ভালো জুতা বলতে চাইবেন না, কারণ সেটি পায়ে দিয়ে দৌঁড়ানো যায় না, তেমনি পুরোনো ধাঁচের গৎবাঁধা ব্যাকডেটেড সিভি বর্তমান সময়ের চাকরির দৌঁড় প্রতিযোগিতার জন্য উপযুক্ত নয়, বর্তমানে প্রয়োজন স্মার্ট সিভি। তাই জেনে নিন— স্মার্ট সিভি কী, কেনো এবং কীভাবে?
Note: স্মার্ট সিভি কী, কেনো এবং কীভাবে তা জানতে এখানে—ক্লিক—করুন।
CV Studio |
Phone & WhatsApp : +8801746315639
Website: www.cvstudiobd.com
Facebook: facebook.com/cvstudiobd
E-mail: info@cvstudiobd.com
প্রাইভেট সেক্টরের চাকরি প্রস্তুতির এ-টু-জেড জানতে ও দ্রুত চাকরি পাওয়ার টিপস ও ট্রিকস পেতে পড়ুন “জব হ্যাকস” বইটি।
“জব হ্যাকস” হলো প্রাইভেট চাকরিপ্রত্যাশীদের জন্য একটি অনন্য পরামর্শমূলক বই যা প্রাইভেট সেক্টরে দ্রুত চাকরি পাওয়ার টিপস ও ট্রিকস নিয়ে লেখা একমাত্র বই।
বইটির অনন্য বৈশিষ্ট্যসমূহ—
• বইটি প্রাইভেট চাকরিপ্রত্যাশীদের বেসরকারি চাকরির বাজার সম্পর্কে স্বচ্ছ ধারণা দিবে।
• এতে দেওয়া তথ্য ও পরামর্শগুলো একজন চাকরিপ্রত্যাশীকে চাকরির বাজারের বিষয়বস্তুগুলোর প্রতি চৌকস করে তুলবে।
• এতে তুলে ধরা আপডেট বিষয়গুলো একজন আপডেট চাকরিপ্রত্যাশীকে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে নিজেকে দ্রুত সফল হওয়ার মতো একজন যোগ্য প্রার্থী করে তুলতে সহায়ক হবে।
• বইটি চাকরিপ্রত্যাশীদেরকে চাকরির বাজারের হ্যাসেলগুলো ট্যাকেল করতে এবং সময় সেভ করার কৌশল শিখতে সহায়ক হবে।
• বইটি একজন চাকরিপ্রার্থীর মানসিক শক্তি উন্নত করতে সহায়ক হবে।
• চাকরির বাজারের ভুয়া ও প্রতারক প্রতিষ্ঠানগুলোতে আবেদন করে সময় ও শ্রম দেওয়া হতে একজন চাকরিপ্রার্থীকে বিরত রেখে সময়–অর্থ–শ্রম নষ্ট হওয়া থেকে বাঁচাতে সহায়ক হবে।
বইটির কয়েক পৃষ্ঠা ফ্রিতে পড়ে দেখতে এখানে–ক্লিক–করুন।
বইটির পিডিএফ কপি অর্ডার করতে 01746315639 নাম্বারে bKash/ নগদ/ Rocket এ ৳25 টাকা সেন্ডমানি করে সেন্ডমানির স্ক্রিনশট কিংবা ট্রানজেকশন মেসেজ কপিপেস্ট করে মেসেজ করুন মেসেঞ্জার কিংবা 01746315639 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।
Note: পেমেন্ট করার ৬ ঘণ্টার মধ্যে বইয়ের PDF কপি না পেলে একটা কল করুন।
ধন্যবাদ |
মেহেদী হাসান, লেখক, জব হ্যাকস।
Thanks | ধন্যবাদ